গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় আরব বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লেও, অন্তত ছয়টি মধ্যপ্রাচ্যের দেশ নীরবে তেল আবিবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে- সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।পত্রিকাটি ও আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন (আইসিআইজে) থেকে প্রাপ্ত যুক্তরাষ্ট্রের গোপন নথির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার- এই ছয় দেশ ‘রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট’ নামে একটি গোপন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে কাজ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই জোটের উদ্দেশ্য ছিল ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা সমন্বয় বাড়ানো। এছাড়া কুয়েত ও ওমানকে ভবিষ্যতে এই কাঠামোর সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছে। ফাঁস হওয়া নথিগুলো ইঙ্গিত দেয়...