জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ সাধারণ মানুষের স্বপ্ন ও প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে।রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তিনি বলেন,“অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। এ ইন্টেরিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে।”তিনি বলেন, দেশের শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। অথচ মন্ত্রণালয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে গাড়ি কেনা হচ্ছে, কিন্তু শিক্ষকদের প্রাপ্য সুবিধার প্রশ্নে সরকার ‘অর্থ নেই’ বলে দায় এড়াচ্ছে।সামান্তা শারমিন আরও বলেন,“আমাদের আশা ছিল, বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠিত হবে। শেখ হাসিনার আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, অন্তর্বর্তী সরকার তা থেকে...