জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে ঐকমত্য হলেও এই ভোটের সময় নিয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো কোনো দল জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আয়োজনের পক্ষে। আবার কোনো কোনো দল জাতীয় নির্বাচনের আগেই এই ভোট আয়োজনের পক্ষে রয়েছে। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী এমন অবস্থানে বিশেষজ্ঞ মতামত অনুযায়ী গণভোটের সময় নির্ধারণে সরকারের ওপর ক্ষমতা ছেড়ে দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন প্রেক্ষাপটে আর্থিক এবং প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পরিষ্কার করা হবে। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র এমন আভাস দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গণভোট একটি জাতীয় বিষয়। এ ভোট আয়োজনে খরচও অনেক। এ ছাড়া এ ভোটের প্রশ্ন এবং বিষয়বস্তু সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যাপক...