যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “এটি যুদ্ধের এক নতুন পর্যায় বা আগ্রাসনের ধাপ হবে।” স্থানীয় সময় রোববার (১২ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখা যাক... আমি হয়তো পাঠাবো।” খবর বিবিসির। এর আগে সপ্তাহান্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো ফোনালাপ হয়। সেই আলোচনায় জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে শক্তিশালী সামরিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। রাশিয়া বহুবার সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা যুদ্ধের ভয়াবহতা বাড়াবে এবং ওয়াশিংটন-মস্কো সম্পর্ক আরও তিক্ত হবে। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দুই হাজার ৫০০ কিলোমিটার (১৫০০ মাইল), যার অর্থ ইউক্রেন চাইলে মস্কো পর্যন্ত আঘাত হানতে পারবে। ইসরায়েলগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে...