হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। হামাস জীবিত ২০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে। আজ সোমবার (১৩ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরাইলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে আইসিআরসি। খবর আল জাজিরার।ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ জানায়, সাতজন জিম্মিকে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সবমিলিয়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইল মুক্তি দিচ্ছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।ফিলিস্তিনি বন্দি ও ইসরাইলি জিম্মিদের মুক্তি উপলক্ষ্যে গাজা সীমান্তে ভিড় করেছেন স্বজনরা। দক্ষিণ গাজার খান ইউনিসে জড়ো হচ্ছে বিশাল জনতা। শত শত মুক্ত ফিলিস্তিনি শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।এদিকে, মিশরে আন্তর্জাতিক সম্মেলনে আজ গাজা শান্তি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...