চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ্যপানে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত ওই ৬ ব্যাক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন দিনমজুর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে মদ পান করেন। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েন সবাই। শনিবার প্রথমে দুইজন এবং পরদিন রবিবার আরও চারজন মারা যান। এদের মধ্যে গোপনে কারও কারও দাফনও সম্পন্ন করেছেন। নিহতরা হলেন-সদর উপজেলার নফরকান্তি গ্রামের খেদের আলী (৪০), খেজুরা গ্রামের সেলিম (৪০), পিরোজখালি গ্রামের লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের সামির (৫৫) ও সরদার লালটু (৫২)। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী বলেন, “মদপানে ছয়জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল...