সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সব জায়গায় চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রে একটানা চলবে ভোটগ্রহণ। চাকসুতে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেছা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬১৬ জন। শহীদ হৃদয়...