গত ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছের প্রজনন মৌসুম হিসেবে নদীতে ইলিশ মাছ ধরা, বিক্রয় করা, পরিবহন, সরবরাহ করা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে কলা বাগান এলাকায় চব্বিশ ঘন্টাই চলছে ইলিশ বেচাকেনা। এছাড়া গ্রামেও বিক্রি করা হচ্ছে ইলিশ। প্রকাশ্যই চলছে দেশের জাতীয় মাছ ইলিশ ধংসের মহোৎসব। শনিবার (১১ অক্টাবর) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নর দুর্গম এলাকা চরকর্ণশন কলা বাগান এলাকায় দেখা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ বেচা-কেনার জন্য অস্থায়ী হাট বসছে। এখানে জেলে ও মাছ ক্রেতাদর জন্য বসেছে খাবারের দোকান, সিঙ্গারা-পুরীর দোকান, চায়ের দোকান, ইঞ্জিন চালিত নৌকার জন্য ডিজেল তেলসহ প্রয়াজনীয় নানা সমগ্রীর দোকান বসেছে। নির্বিঘ্নে বেচা-কেনা হচ্ছে বিভিন্ন সাইজর ইলিশ মাছ। ইলিশ ক্রেতারাও অনেক কষ্ট শিকার করে ইলিশ কিনতে এখানে এসেছেন। অপরদিক...