সভায় একটি নির্ধারিত তারিখে চমৎকার আয়োজনে একটি বই মেলা সফল করার জন্য সকল ধরনের খুটিনাটি নিয়ে বিশদ আলোচনা হয়। একই এসময় আসন্ন বইমেলা উদযাপন সংক্রান্ত আহ্বায়ক কমিটি এবং কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। এদিকে এই সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা চা-চক্র সহ ফটোসেশনেও লিপ্ত হন...