পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ৪ উইকেট আর নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারায় ব্যাটিংই হয়ে উঠেছে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। এই অবস্থায় আজ বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আশাবাদী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটাররা ঘুরে দাঁড়াবেন। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল মাত্র ১৭৮ রান, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্য তাড়ায় অলআউট হয় ১২৭ রানে। ইংল্যান্ড ম্যাচে সোবহানা মোস্তারি (৬০), রাবেয়া খান (৪৩), শারমিন আক্তার (৩০) ও স্বর্না আক্তার (১০) ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডার গুটিয়ে যায় মাত্র ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে। এরপর ফাহিমা খাতুন (৩৪), নাহিদা (১৭) ও রাবেয়া (২৫)...