চট্টগ্রামের চন্দনাইশে নৈশপ্রহরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে মুদি দোকানের গোডাউন, ফার্নিচার ও বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জায়গার বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত জায়গার মালিক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে ৩ কোটি টাকার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাইমাদারী গ্রামের নিদাগের পাড়ায় একদল মুখোশ পরিহিত নাশকতাকারীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডার আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, ১২ থেকে ১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রথমে বাজারে এসে নৈশপ্রহরী আবুল মনজুর (৩৫) ও মো. নাছিরকে (৩৬) বেধড়ক মারধর করেন এবং তাদেরকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন।...