উইমেন’স ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৩০০ রান করতে পারেনি এতদিন কোনো দলই। ভারত ৩০০ ছাড়িয়ে পৌঁছে যায় ৩৩০ রানে। সেই রানও যথেষ্ট হয়নি জয়ের জন্য। আঙুল ওঠার কথা তাই বোলারদের দিকে। কিন্তু হারমাপ্রিত দায় দিচ্ছেন দলের ব্যাটিংকেই। ভারতীয় অধিনায়কের মতে, রানই ৩০-৪০ কম হয়েছে তাদের! হারমানপ্রিতের এমন মন্তব্যের কারণ আছে বটে। এক পর্যায়ে তো মনে হচ্ছিল, ভারতের রান ৩৫০ পেরিয়ে যাবে অনায়াসেই! বিশাখাপাত্নামে রোববার ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন স্মৃতি মান্ধানা ও প্রাতিকা রাওয়াল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি অসাধারণ ফর্মে থাকা মান্ধানা করেন ৬৬ বলে ৮০, প্রাতিকা করেন ৭৫। পরে হার্লিন দেওল(৪২ বলে ৩৮) ও হারমানপ্রিত কৌর (১৭ বলে ২২) বড় ইনিংস খেলতে না পারলেও ধরে রাখেন রানের ধারা। ৪২.৫ ওভারে ভারতের রান ছিল ৪ উইকেটে ২৯৪। সেখান থেকে...