আগামীতে হজে যেতে হজযাত্রী নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।নিবন্ধনের সময় বাড়বে কি না, সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সৌদির রোড ম্যাপ অনুযায়ী রোববার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে। হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪৩ হাজার ৩৭৪ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৬৩ জন ও বেসরকারি...