জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাতারাতি ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে, চাঁদাবাজি, মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতার মতো অপরাধ পাল্লা দিয়ে বাড়ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০৭ জন। এসময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন। আর ধর্ষণের শিকার হয়েছেন ৬৬৩ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকে। এসময় দুই সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সিদ্ধান্ত...