লাইফস্টাইল ডেস্ক:সম্পর্ক পুরোনো হোক কিংবা নতুন, টিকিয়ে রাখাটাই সবচেয়ে জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কেরও নানা সমীকরণ তৈরি হয়েছে। তবে কথায় বলে, পুরোনো চাল ভাতে বাড়ে। তাই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে পুরোনো ফর্মুলাই ভরসা রাখা ভালো।সঙ্গীর সঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন সবারই থাকে। আর এখন নিত্য নতুন প্রেমের জোয়ারে ভাসে মন। সামান্য কথা কাটাকাটি, মনোমালিন্যতেই ইতি পড়ে যায় সম্পর্কে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে দেরি হয় না। সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? ১. অনেকের মাঝে থেকেও সঙ্গীকে আলাদা করেই গুরুত্ব দিন। বোঝান, আপনি পাশেই আছেন। যদি দূরে যেতে হয়, তাহলেও প্রতিদিন...