দুই বছর পর গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, কিছুক্ষণ আগে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আলজাজিরার। মুক্তি পাওয়া জিম্মিদের প্রথমে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত গাজা অঞ্চলে নিয়ে যাবে রেডক্রস। এরপর তাদেরকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেইম সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হবে। এজন্য ইসরায়েল বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।আরো পড়ুন:গাজায় হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষে নিহত ২৭ট্রাম্প-সিসির সভাপতিত্বে সোমবার মিসরে ‘গাজা শান্তি সম্মেলন’ ট্রাম্প-সিসির সভাপতিত্বে সোমবার মিসরে ‘গাজা শান্তি সম্মেলন’ জিম্মিদের মধ্যে একজনের বাবা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পনের মিনিটের মধ্যেই তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে। যুদ্ধবিরতি চুক্তির আওতায়...