১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য যুক্তরাজ্য নতুন করে ২ কোটি পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ গাজাবাসীর সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রোববার (১৩ অক্টোবর) প্রকাশিত সংবাদে বলা হয়, এই অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনিদের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া ১১ কোটি ৬০ লাখ পাউন্ড বৃহত্তর সহায়তার অংশ। সহায়তার এই নতুন প্যাকেজ গাজাবাসীর জীবন পুনর্নির্মাণ এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ গাজায় চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে আজ সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে বসছে আন্তর্জাতিক ‘শান্তি সম্মেলন’। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল...