মিজানুর আরও বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সব কিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি, এখন দেখা যাক ওরা কী সিদ্ধান্ত নেয়।’ফরচুন বরিশালের অনুরোধ মেনে সময়সূচি পরিবর্তন হবে কি না, সেটি এখন বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বরিশালের অংশগ্রহণ নিয়ে যে জল্পনা চলছিল, মিজানুর রহমানের বক্তব্যে তা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে।ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, বিপিএলে না খেলার কোনো ঘোষণা তারা দেননি; বরং উপযুক্ত সময় পেলে তারা অবশ্যই খেলবেন। তিনি বলেন, ‘আমি বলিনি যে আমরা খেলব না, তবে যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’মিজানুর...