সংস্থাটির প্রতিষ্ঠাকালীন পরিচালক এমএসএইচ বাধন চৌধুরী জানান, ২০১৩ সালে সংস্থার যাত্রা শুরু হয়েছিল। ২০১৪ সালে নিবন্ধিত হয়। সংস্থার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব সদর উদ্দিন আহমেদ। তার ভাই সালেহ উদ্দিন আহমেদ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের ও ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন অধ্যাপক ডা. সৈয়দ মো. আবু তালেব। ২০১৬ সালে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অবসরে যান। নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শামীম আজাদ চৌধুরী, পরিচালক হিসেবে রয়েছেন যথাক্রমে এমএসএইচ বাধন চৌধুরী ও তার চাচাতো ভাই ঢাকা জজ আদালতের আইনজীবী আরেফিন তুষার। এমএসএইচ বাধন চৌধুরী...