নেত্রকোনার কেন্দুয়া উপজেলা হিসাব রক্ষণ দপ্তরে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলমান থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে অফিসের নিয়মিত কাজকর্মে বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অফিস সূত্রে জানা যায়, দপ্তরটিতে মোট সাতটি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন। দীর্ঘদিন ধরে সুপার, অডিটর এবং জুনিয়র অডিটরের পদগুলো শূন্য রয়েছে। বর্তমানে একজন অডিটর একাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, ফলে তার ওপর পড়ছে অতিরিক্ত কাজের চাপ। জনবল কাঠামো অনুযায়ী, অফিসটিতে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, একজন সুপার, দুইজন অডিটর, একজন জুনিয়র অডিটর, একজন টাইপিস্ট এবং একজন অফিস সহায়ক থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, একজন অডিটর, একজন কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক এবং একজন অফিস সহায়কসহ মোট চারজন। অফিসের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক আল মামুন বলেন, কেন্দুয়াতে...