১৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম বি-টাউনের ‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসির একটি মিউজিক ভিডিও নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় স্লোগান ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ (মোদি আছেন তাই সম্ভব) সংলাপ থাকায় মূলত এই বিতর্ক; যা নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। এমনকি ভিডিওটি নিয়ে নানা রকম মতভেদ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ প্রশংসা করলেও অনেকের দাবি, রাজনৈতিক স্লোগানভিত্তিক কনটেন্টে অংশ নিয়ে অভিনেতারা নিরপেক্ষ অবস্থান হারিয়ে ফেলছেন; এমনকি অনেকেই একে ‘চাটুকারিতা’ হিসেবেও দেখছেন। ফলে ইতোমধ্যেই বিক্রান্তকে নিয়ে নানা ব্যঙ্গ-রসিকতা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এদিকে এক ব্যঙ্গাত্মক ভিডিওতে দেখা গেছে, ‘টুয়েলভ্থ ফেল’ ছবিতে বিক্রান্তের একটি সংলাপ; যেখানে বলা হয়েছে, গরিবেরা যদি অশিক্ষিত হয়ে থেকে যান, তা হলেই তো...