দুই বছর ধরে লাগাতার হামলার পর প্রায় ৬৮ হাজার মানুষকে হত্যা ও দুই লাখের কাছাকাছি মানুষকে পঙ্গু করে যে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে, তার সঠিক নাম হওয়া উচিত ‘গাজায় গণহত্যা বিরতি’। ২০২৩ সালের ৭ অক্টোবর যে হামাস সন্ত্রাসী হামলা চালিয়ে এই সংঘাতের সূত্রপাত ঘটায়, সেই হামাস এখনও গাজায় যথেষ্ট প্রভাবশালী। অথচ তাদের নির্মূল করার নামেই এই গণহত্যা পরিচালনা করেছে নেতানিয়াহুর ইসরায়েল। হামাসের আটক করা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার নামে এই অভিযান পরিচালিত হলেও জিম্মিদের মুক্তি কখনোই নেতানিয়াহুর লক্ষ্য ছিল না—জিম্মিরা ছিল গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা চালানোর একটা ভালো অজুহাত, যে অজুহাত তৈরি করে দিয়েছে হামাস। ইসরায়েলের হামলাতেই হামাসের কাছে জিম্মি ইসরায়েলিরা প্রাণ হারিয়েছেন। গত দুই বছরে গাজায় কোনো যুদ্ধ হয়নি; যা হয়েছে তা পরিকল্পিত গণহত্যা। ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষিত লক্ষ্যই...