বিশ্বকাপের বাছাইপর্বের মহারণ এখনও শেষ হয়নি। তিন দেশ নিয়ে আয়োজিত হতে চলা ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নিতে মরিয়া অনেক দেশ। সবশেষ আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ঘানা। ঘানা আফ্রিকা অঞ্চল থেকে পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। রোববার রাতে কমোরসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ঘানা। একমাত্র গোল্ডেন গোলটি করেন মোহাম্মদ কুদুস। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন ঘানাকে। আফ্রিকা অঞ্চল থেকে কদিন আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। ঘরের মাঠে কমোরোসের বিপক্ষে জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ইতি টেনেছে ঘানা। ‘আই’ গ্রুপে ঘানার অবস্থান সবার উপরে। আফ্রিকা অঞ্চল থেকে...