বিএনপি যখন আন্দোলন করে তুঙ্গে উঠে, আবার ব্যর্থ হয়ে যায়, নেতাকর্মীরা খানিকটা হতাশ হয়ে পড়ে তখন আমার বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন অনুষ্ঠানে নেতাকর্মীদের মনোবল ফেরাতে একটি কবিতা আবৃত্তি করেন। আমিও আজ সেই কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বক্তব্য শুরু করতে চাই। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতা থেকে আবৃত্তি শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। ‘যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গ নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা-তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।’ শুক্রবার (১০ অক্টোবর) রাত ৭টায় রাজধানীর খামার বাড়ির মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের...