যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য দুই কোটি পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। এ অর্থ গাজাবাসীর জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবায় ব্যয় করা হবে। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে মিসরের পর্যটন শহর শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ আলোচনায় যোগ দিতে মিসরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানেই সহায়তার বিষয়ে ঘোষণা দিতে পারেন তিনি। এ অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বৃহত্তর সহায়তা প্রতিশ্রুতির অংশ। আশা করা হচ্ছে, কিয়ার স্টারমার বলতে পারেন, শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ের আলোচনায় সমর্থন করবে। উভয় পক্ষের মানুষ যাতে নিরাপদে তাঁদের জীবন পুনর্নির্মাণ করতে পারে- এমন কথা। আরো পড়ুন...