গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী আজ সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ৯টার মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হবে। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, জীবিত ২০ জিম্মিকে স্থানীয় সময় ভোরে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তর করার আশা করছে ইসরাইল। ইসরাইলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, সামরিক কর্মকর্তারা আশা করছেন স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১০টার মধ্যে (জিএমটির ভোর ৫টা ৭টা) দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজার তিনটি পয়েন্টের যেকোনো একটিতে হস্তান্তর অনুষ্ঠান হতে পারে। প্রতিবেদনে বলা হয়, জিম্মির পরিবারগুলোকে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ ইসরাইলের রেইম ঘাঁটিতে থাকতে বলা হয়েছে। জিম্মিদের মুক্তির পর শুরুতে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসা কেন্দ্রে...