ছেলেবেলায় ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন কিলিয়ান এমবাপের স্বপ্নের তারকা। গোটা ফুটবল দুনিয়াই সেটা জানে। সময়ের স্রোতে সেই দূর আকাশের তারা এখন এমবাপের কাছের একজন। প্রিয় নায়কের সাহচর্য পান তিনি, নানারকম পরামর্শ পান, সবকিছুতেই নিজেকে দারুণ ভাগ্যবান মনে করেন রেয়াল মাদ্রিদের তারকা। রোনালদোর প্রতি অনুরাগের কথা নানা সময়েই বলেছেন এমবাপে। সোমবার প্রচারিত হওয়া মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারেও আরও একবার তুলে ধরলেন। রোনালদোকে তিনি আদর্শ মানেন এখনও। তবে তিনি নিজেও তো আপন আলোয় ভাস্বর অনেক আগে থেকেই। সামনেও ছুটতে চান তিনি নিজের পথেই। “ক্রিস্তিয়ানো সবসময়ই আমার জন্য আদর্শ। আমি যথেষ্ট সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তিনি আমাকে পরামর্শ দেন। আমার জন্য এসব বিশাল প্রাপ্তি।” “আমার মতে, এখনও তিনি রেয়াল মাদ্রিদের এক নম্বর তারকা। রেয়াল মাদ্রিদের ফুটবলারদের জন্য এখনই তিনি শ্রেষ্ঠ উদাহরণ, যে...