ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার নতুন সরকার ঘোষণা করেছেন। এর আগে আসন্ন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপনের নির্ধারিত সময়সীমার আগেই সরকার গঠন সম্পন্ন করতে তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে টানা বৈঠক করেন। লেকর্নুর নতুন মন্ত্রিসভায় জ্যাঁ-নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল থাকছেন, আর বিদায়ী শ্রমমন্ত্রী ক্যাথেরিন ভত্রিন পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব। অর্থমন্ত্রী হয়েছেন ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ রোলাঁ লেস্কুর। প্যারিস পুলিশ প্রধান লরঁ নুনিয়েজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে; তিনি দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির (এলআর) ব্রুনো রেতাইয়োর স্থলাভিষিক্ত হচ্ছেন। পরিবেশ রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশ্ব বন্যপ্রাণী তহবিলের (ডব্লিউডব্লিউএফের) সাবেক ফরাসি পরিচালক মোনিক বারবুত। গেরাল্ড দারমানিন বিচারমন্ত্রীর পদে বহাল থাকছেন, আর সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতিও তার পদ ধরে রেখেছেন—যদিও তিনি আগামী বছর দুর্নীতির অভিযোগে বিচারাধীন হবেন। এক্স-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী লেকর্নু বলেন, ফ্রান্সের জন্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্য...