গাজায় দুই বছর ধরে চলা সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তিচুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এই চুক্তি অনুসারে, আজ সোমবার (১৩ অক্টোবর) দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে চুক্তি কার্যকর হচ্ছে। এদিনই মধ্যপ্রাচ্যে সফরে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হয়ে উঠবে। ট্রাম্পের এই সফরে প্রথম গন্তব্য ইসরায়েল। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথসহ একদল শীর্ষ আমলা। ইসরায়েলের সংসদে বক্তৃতা করবেন ট্রাম্প। এরপর তিনি যাবেন মিশরে। সেখানে গাজা শান্তি সামিটের আয়োজন করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসি ও ট্রাম্প ওই শান্তিচুক্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। একাধিক দেশের রাষ্ট্রনেতারা এতে উপস্থিত থাকবেন। ইসরায়েল যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষ, বুঝেছেন?...