ইংলিশ ও বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএ) আন্তর্জাতিক ফ্লাইওয়েট শিরোপা পুনরুদ্ধার করেন ওয়ালসালের বাংলাদেশি বংশোব্দুত হামজা উদ্দিন। তিনি তার ঐতিহাসিক জয় উৎসর্গ করেছেন বাংলাদেশের সিলেট শহরকে এবং তার বাবাকে। মাত্র ২২ বছর বয়সী এই বক্সার “থ্রিলার” উদ্দিন নামে পরিচিত। শেফিল্ডের ইউটিলিটা অ্যারেনায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষ পল রবার্টসকে পরাজিত করেন তিনি। রিংয়ে তার গতি, কৌশল ও শক্তির নিখুঁত প্রদর্শন দেখিয়ে তিনি প্রতিপক্ষকে পঞ্চম রাউন্ডের দুই মিনিট ১৭ সেকেন্ডে তিনবার মাটিতে ফেলে দেন। ফলে রেফারি বাধ্য হয়ে টেকনিক্যাল নকআউট ঘোষণা করেন। ডাজন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই লড়াইয়ে হামজার জয় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে দেয় দর্শকদের মাঝে। ওয়ালসালের এই অপরাজিত প্রতিভাবান খেলোয়াড়ের বর্তমান রেকর্ড এখন ছয় জয়, যার মধ্যে তিনটি নকআউট। ওয়ালসালে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও হামজা উদ্দিন তার সিলেটি ঐতিহ্য নিয়ে গর্বিত।...