বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। উৎসবটি আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামে আখড়াবাড়িতে দিনভর ছড়িয়ে থাকবে ভাবগীতির সুর, দর্শনচর্চা ও আলাপ, মাটির গন্ধে ভরে উঠবে পুরো পরিবেশ। এতে অংশ নেবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশের বহু বাউল ও ফকির। কুষ্টিয়ার উৎসবের পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন করা হবে লালন উৎসব। ঢাকায় লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও...