আরও একটি সিরিজ মাঠের বাইরেই থাকছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এছাড়াও চোটের কারণে নিউ জিল্যান্ড পাচ্ছে না আরও একগাদা ক্রিকেটারকে। এত অস্বস্তির মধ্যে একটি স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। এছাড়াও মুখের আঘাত থেকে সুস্থ হয়ে ফিরেছেন রাচিন রাভিন্দ্রা। নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। সবশেষ তাকে দেশের হয়ে দেখা গেছে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর জাতীয় দলের খেলা থাকলেও তিনি ব্যস্ত ছিলেন কাউন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সবশেষ এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি ছিলেন না। ইংলিশদের বিপক্ষে ফেরার কথা থাকলেও টি-টোয়েন্টিতে তা হচ্ছে না। কোচ রব ওয়াল্টার অবশ্য জানিয়েছেন, ছোটখাটো ‘মেডিকেল ইস্যু’ আছে নিউ জিল্যান্ডের ইতিহাসের সফলতম...