চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। আজ সোমবার (১৩ অক্টোবর) রাত ১২ টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচারণার সময়। তাই ভোটারদের মন জয়ে সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারণার শেষ দিনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। চাকসু নির্বাচন উপলক্ষে পাঁচটি অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি গোপন ভোটকক্ষ থাকবে। চাকসুতে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ...