দীর্ঘ সাত বছরের কষ্টের পর অবশেষে স্বাভাবিক জীবনে ফিরেছে সাত বছরের শিশু মুকাব্বির হোসেন রানা। জন্ম থেকেই মাথায় টিউমার নিয়ে ভোগা এই শিশুটি এখন পরিপূর্ণ সুস্থতার পথে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক সহায়তায় তার চিকিৎসার ব্যয়ভার বহন করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত ৩ সেপ্টেম্বর রানাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর প্রথম এবং ৯ অক্টোবর দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের পর তিন দিন আইসিইউতে থাকার পর গত শনিবার (১১ অক্টোবর) তাকে বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে রানা অনেকটাই সুস্থ এবং চিকিৎসকদের ধারণা, আগামী ৩-৪ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।আরও পড়ুনআরও পড়ুনবিষাক্ত মদপানে প্রাণ গেল ৬ জনের জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দা...