১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান করে বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। বাকিদেরও অবদানে ভারত পেল বড় সংগ্রহ। তবে অ্যালিসা হিলির সেঞ্চুরি এবং অন্যদের অবদানে ইতিহাস গড়ে দিনটি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভিশাখাপাত্নামে রোববার নারী বিশ্বকাপের ১৩তম ম্যাচে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ৩ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের ৩৩০ রান তারা ছাড়িয়ে হেছে ৬ বল বাকি থাকতে। নারী ওয়ানডেতে রান তাড়ার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার ৩০১ রান তাড়ায় ৬ উইকেটে জিতেছিল লঙ্কানরা। রেকর্ডটি নিজেদের করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে পয়েন্ট তালিকার চূড়ায় উঠল অস্ট্রেলিয়া। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। চার ম্যাচে ভারতের জয়-পরাজয় সমান, দুটি করে।...