বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর অর্থনীতি বিভাগ, ৪৮তম ইনটেকের উদ্যোগে “ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিং—বাংলাদেশের জন্য কোনটি শ্রেষ্ঠ?” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আলোচনায় দেশের শীর্ষ অর্থনীতিবিদ, আর্থিক বিশেষজ্ঞ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও শিক্ষাবিদরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি দ্বৈত ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত হচ্ছে— যেখানে প্রচলিত (সুদভিত্তিক) ও ইসলামী (শরিয়াহভিত্তিক, সুদমুক্ত) ব্যাংক উভয়ই সমান্তরালভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধি নিশ্চিত করতে কোন ব্যবস্থা বেশি কার্যকর, তা নির্ধারণ করতেই এই আয়োজন। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন,“ইসলামী ব্যাংকিং অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভারসাম্য নিশ্চিত করতে পারে। শরিয়াহসম্মত পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, যা ভবিষ্যৎ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি আরও বলেন, প্রচলিত ব্যাংক...