ঢাকার মাঠে ৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে হৃদয় ভাঙার স্মৃতি এখনও দগদগে। সেই ক্ষতের ওপর প্রলেপ দিতে এবং এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক নতুন চেহারার বাংলাদেশ দল আগামীকাল হংকং চায়নার মুখোমুখি হচ্ছে। প্রতিশোধের এই অগ্নিপরীক্ষায় দলের সঙ্গী হয়েছে একঝাঁক নতুন স্বপ্ন—বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা একদল তরুণ প্রবাসী প্রতিভা, যারা লাল-সবুজ জার্সির ভবিষ্যৎ বদলে দেওয়ার বার্তা দিচ্ছেন। বদলে যাওয়া বাংলাদেশ: হামজার পাশে জায়ান, শমিতদের ঘিরে নতুন স্বপ্নসাম্প্রতিক বাংলাদেশ দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী মাঝমাঠে যোগ দিয়ে দলের চেহারাই পাল্টে দিয়েছেন। তাঁর বিশ্বমানের উপস্থিতি, বল নিয়ন্ত্রণ এবং খেলা তৈরির ক্ষমতা বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। তাঁর পাশাপাশি কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ঢাকার প্রথম লেগেই গোল করে নিজের সামর্থ্যের...