রোববার (১২ অক্টোবর) কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস এবং মিসরের সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, নিহত তিনজন হলেন—সাউদ বিন থামার আল থানি, আব্দুল্লাহ আল-ঘানেম আল-খায়ারিন এবং হাসান জাবের আল-জাবের। তারা সরকারি দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনার শিকার হন। আহত দুই কূটনীতিক হলেন—আব্দুল্লাহ ঈসা আল-কুওয়ারি ও মোহাম্মদ আব্দুল আজিজ আল-বুয়াইনাইন। তাদের শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে কাতার দূতাবাস জানায়, আমাদের কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা...