১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম মালদ্বীপকে পবিত্র কোরআন চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তিনি বলেন, ইসলামিক রাষ্ট্র হিসেবে মালদ্বীপকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে পবিত্র কোরআন তিলাওয়াত ও কোরআন প্রচার-প্রসারে। এ বিষয়ে উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ তৈরি করা হবে। রোববার (১২ অক্টোবর) সকালে ইসলামিক সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত ৩৭তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট আরো জানান, তরুণ প্রজন্মকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত করতে এই প্রতিযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সদ্ধিান্ত নিয়েছে সরকার। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং আন্তরিকতা ও উত্কর্ষের সঙ্গে প্রস্তুতি নিয়ে বিভিন্ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি...