অভ্যুত্থানের পরে যখন জানলাম সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন খুব অবাক হলাম। ভাবতাম, মুন্নার মতো ছেলে শিবির করে? অথবা মুন্না কি শিবিরের তৈরি? এককথায় শিবির সম্পর্কে ধারণা পাল্টে গেছে ওকে দেখে। চাকসুর এজিএস প্রার্থী মুন্না সম্পর্কে তার সহপাঠী আসরাফুন্নেসা তানিয়া নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বন্ধু হিসেবে মুনার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও মানবিক দিকের প্রশংসা করেছেন। তানিয়া লেখেন, সাজ্জাত হোছন মুন্না। ফাইন্যান্স বিভাগে আমাদের ব্যাচের বন্ধুদের মধ্যে আমার দেখা সবচেয়ে অমায়িক ছেলে। বিশেষ করে তার সহযোগিতার মানসিকতা আমাকে অভিভূত করে। তিনি আরও উল্লেখ করেন, অভ্যুত্থানের পরে যখন জানলাম সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন খুব অবাক হলাম। ভাবতাম, মুন্নার মতো ছেলে শিবির করে? অথবা মুন্না কি শিবিরের তৈরি? এককথায় শিবির সম্পর্কে ধারণা পাল্টে গেছে ওকে দেখে।...