“আজ স্বাধীনতার দিন”—এই আনন্দ ও আবেগে ভাসছে গাজা। ইসরায়েলের কারাগার থেকে একযোগে মুক্তি পাচ্ছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি, আর তাদের স্বজনরা এখন অধীর অপেক্ষায় প্রিয়জনদের ফেরার জন্য। দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালেই মুক্তিপ্রাপ্ত বন্দিদের আনা হবে। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। সূত্র জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন, আবার কেউ কেউ গত ৭ অক্টোবরের পর বাড়ি ও আশ্রয়কেন্দ্র থেকে গ্রেপ্তার হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক বন্দি অত্যন্ত অবসন্ন, ওষুধ ও খাবারের অভাবে দুর্বল, এবং কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত কে কে মুক্তি পাচ্ছেন, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার সংবাদকর্মীদের...