চুয়াডাঙ্গায় অ্যালকোহল পয়জনিংয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। প্রাথমিক তদন্তে ৬ জনের মৃত্যু এবং ৩ জনের অসুস্থতার কথা জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপ্স) জামাল আল নাসের। মৃত্যু ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মরহুম সামনের ছেলে লাল্টু (৪৫) ও একই গ্রামের মাঝেরপাড়ার নবীসদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০) ওই গ্রামের টাওয়ারপাড়ার ছমির উদ্দীন (৫৫), একই উপজেলার খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালী গ্রামের পূর্বপাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লাল্টু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। মৃত ব্যক্তিরা পেশায় দিন মজুর ছিলো। ডিঙ্গেদহ এলাকার আলিম উদ্দিন সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত শনিবার (১১ অক্টোবর) ও রবিবার (১২ অক্টোবর) রাত পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে।...