মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই বছরের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের সময় তিনি দুই দেশকে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা নাকি সংঘাত থামাতে মূল ভূমিকা রেখেছিল। আজ (১৩ অক্টোবর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রোববার (স্থানীয় সময়) মধ্যপ্রাচ্যের পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি অনেক যুদ্ধ শুধুমাত্র শুল্কের মাধ্যমেই থামিয়েছি। যেমন, ভারত ও পাকিস্তানের মধ্যে। আমি বলেছিলাম—তোমরা যদি যুদ্ধ করো এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করো, তাহলে আমি ১০০, ১৫০, এমনকি ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাবো। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ওই সময় তার হস্তক্ষেপেই ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা তিনি নিজের বাণিজ্যনীতি ও শুল্ক কৌশলের সফলতা হিসেবে তুলে ধরছেন। এই হুমকির পরই ২৪ ঘণ্টার মধ্যেই সংঘাত থেমে যায় দাবি করে...