ফিলিস্তিনের গাজা নগরীতে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক দিনের মধ্যেই এই সংঘর্ষে নিহত হন ২৮ বছর বয়সী এই সাংবাদিক। তিনি হামাস ও গাজার স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা কাভার করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গতকাল রোববার (১২ অক্টোবর) গাজা নগরীর সাবরা এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সেই সময় সংবাদ সংগ্রহে সেখানে ছিলেন সালেহ। সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের কাছে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক পরিচয়পত্র ও ‘সংবাদমাধ্যম’ লেখা জ্যাকেট পরা অবস্থায়ই সালেহের মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষ শুরুর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সালেহ আলজাফারাওয়ি ছিলেন...