বিশ্বকাপের মত বড় আসরে অজিরা যে কতটা ভয়ংকর তা আবারও প্রমাণ করল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ম্যাচে দলটি পেয়েছে রেকর্ড গড়া জয়। অধিনায়ক অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে তিন উইকেটে হারায় অস্ট্রেলিয়া, আর সেই সঙ্গে গড়ে নতুন নতুন রেকর্ড। ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩১ রানই তুলে নেয় অস্ট্রেলিয়া, যা নারী ওয়ানডে ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার, যারা গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল।বিশ্বকাপের ইতিহাসেও এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় রান তাড়া করে জয়। ২০২২ সালে ভারতের বিপক্ষে ২৭৮ রান তাড়া করার রেকর্ডও নিজেদের হাতেই ভাঙল অস্ট্রেলিয়া। এত রান করে হারের দিনেও ভারত রেকর্ড গড়েছে। তাদের ৩৩০ রানের...