দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্য ‘স্বাভাবিক হয়ে উঠবে’ বলেও জানান তিনি। রোববার (১২ অক্টোবর) রাতে ইসরাইলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। এয়ার ফোর্স ওয়ানে তিনি বলেন, যুদ্ধ যে শেষ হয়েছে, সেটা আপনারাই দেখতে পারছেন। গত শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। আজ সোমবার ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। মধ্যপ্রাচ্য সফরে সোমবার প্রথমে ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। তারপর মিশরের উদ্দেশে রওনা দেবেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনযুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়: ট্রাম্প মিশর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আয়োজিত সম্মেলনের লক্ষ্য হলো গাজায়...