মৃতরা হলেন সদর উপজেলার নফরকান্দি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম, পিরোজখালির ভ্যানচালক লাল্টু, শংকরচন্দ্র গ্রামের শ্রমিক শহীদ, ডিঙ্গেদহ গ্রামের মিলশ্রমিক সামির এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরিপাড়ার শ্রমিক লাল্টু। মারা যাওয়া সবাই নিম্নআয়ের পেশাজীবী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে মদ (স্পিরিট) পান করেন। এরপর শনিবার থেকে একে একে পাঁচজনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। গতকাল রোববার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হয়। পরে মধ্যরাতে অসুস্থদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি হলেও প্রশাসনের কার্যকর নজরদারি নেই। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের...