১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪১ এএম ভাবুন তো, আপনি কোনো নতুন কিছু শুরু করেছিলেন—হয়তো একটি প্রজেক্ট, একটি উদ্যোগ, বা এমন কিছু যা আপনাকে কমফোর্ট জোন থেকে বের করে এনেছিল। কিন্তু ফলটা হলো প্রত্যাশার ঠিক বিপরীত—চেষ্টা সত্ত্বেও সফলতা এলো না। ব্যর্থ হলেন। তারপর কী ঘটল? আপনি নিজেকে দোষারোপ করলেন? বললেন, ‘আমার দ্বারা হয়তো সম্ভব নয়?’ যদি এমন হয়ে থাকে, তাহলে আজকের এ দিনটি ঠিক আপনার জন্যই। ১৩ অক্টোবর—বিশ্ব ব্যর্থতা দিবস। একটি দিন যেখানে ব্যর্থতাকে দুর্বলতা হিসেবে নয়, বরং সাহসিকতার প্রমাণ হিসেবে দেখা হয়। এই দিনটি মনে করিয়ে দেয়—ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়; বরং আপনি সাহস করে চেষ্টা করেছিলেন, সেটাই বড় কথা। ব্যর্থতা হলো শেখার শুরু, এবং যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব ব্যর্থতা দিবস প্রথম শুরু...