১৩ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাভিত্তিক প্রারম্ভিক (শিশু) শিক্ষা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি) একটি জাতীয় শিক্ষা গবেষণা টিম গঠনের উদ্যোগ নিয়েছে। সারাদেশ থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্মজীবী মানুষরা উপস্থিত ছিলেন। শনিবার (১১ অক্টোবর) রাজধানী তেজগাঁও লাভ রোডের যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে সারাদিন ব্যাপি সেমিনারে আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটি সদস্য শামীমা আক্তার, সাইফুর রহমান খোকন, রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সানাহ । প্রতিষ্ঠানটি অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটস (ওডিআইআর) সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক শাকিল আজাদ মনন বলেন, প্রারম্ভিক (শিশু) শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও কারিকুলামকে সময়োপযোগী ও বাস্তবমুখী করা...