১৩ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দুদিনের ভোগান্তি শেষে রোববার (১২ অক্টোবর) রাত ৯টার থেকে জেলা প্রশাসন মালিক-শ্রমিক ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায়। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই ময়মনসিংহ থেকে সব রুটে স্বাভাবিকভাবে পরিবহন চলাচল করবে। জনভোগান্তির কথা চিন্তা করে এনসিপি নেতারা, পরিবহন শ্রমিক ও মালিক পক্ষের লোকজনকে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সভা হয়। সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আলোচনা শেষে মালিক সমিতির ঘোষণা দিয়েছে সোমবার থেকে গাড়িগুলো চলবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন— এমন অভিযোগে এনসিপির নেতা-কর্মীরা...